স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ জুলাই : ফের নিপা ভাইরাসে আক্রান্তের হদিশ মিলল কেরলে। মালাপ্পুরম জেলা ও পলক্কড় জেলায় একজন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আর তারপরই সতর্কতা জারি করা হয়েছে তিন জেলায়। এই তিন জেলা হল- কোঝিকোড়, মালাপ্পুরম ও পলক্কড়। বৃহস্পতিবারই স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একথা জানিয়েছেন।
জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মালাপ্পুরম ও কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করার পর ওই দু’জনের নিপা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তা প্রাথমিক ভাবে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পাঠানো হয়েছে। সেখান থেকে ফলাফল প্রকাশ্যে এলে তবেই তা জানা যাবে।
তবে সেজন্য অপেক্ষা করতে রাজি নয় কর্তৃপক্ষ। সংক্রমণের আশঙ্কা দেখা দিতেই দ্রুত পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়। সব মিলিয়ে প্রতিটি জেলায় ২৬টি করে কমিটি তৈরি করা হয়েছে। দলগুলিকে নিষেধাজ্ঞা জারি কার্যকর করার মতো সবরকম সহায়তা করবে পুলিশ। এদের কাজ হবে জনসংযোগ, ছোঁয়াচ থেকে বাঁচার পরিকল্পনা করা ইত্যাদি।
প্রসঙ্গত, মালাপ্পুরম জেলায় গত মাসেও এক মহিলার আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। ভালানচেরি পুরসভার বাসিন্দা ৪২ বছর বয়সি ওই মহিলা আক্রান্ত হন। জানা যায়, প্রথমে ওই মহিলা জ্বরে ভুগছিলেন। এরপর ডাক্তারের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করান তিনি। প্রাথমিক পরীক্ষায় ওই মহিলার শরীরে নিপা সংক্রমণ ধরা পড়ে। পরে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করানোর পর এই বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। এবার ফের ধরা পড়ল জোড়া সংক্রমণ। এর আগেও বারবার কেরলে থাবা বসিয়েছে নিপা। মৃত্যুও হয়েছে। সেই কারণে এবার কড়া পদক্ষেপ করতে চাইছে প্রশাসন।