Wednesday, July 16, 2025
বাড়িজাতীয়মাওবাদের শিকড় উপড়ানোর হুঙ্কার শাহের

মাওবাদের শিকড় উপড়ানোর হুঙ্কার শাহের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জুন :‘ভারত থেকে মাওবাদের অস্তিত্ব মুছে ফেলব’, মাওবাদীদের সঙ্গে কোনও রকম আলোচনার দাবি খারিজ করে হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তেলেঙ্গানায় এক জনসভায় দাঁড়িয়ে শাহ বুঝিয়ে দিলেন, হয় আত্মসমর্পণ না হলে মৃত্যুই হবে মাওবাদীদের শেষ পরিণতি।

গত প্রায় এক বছর ধরে মাও অধ্যুষিত ছত্তিশগড়, তেলাঙ্গানা, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি জোরকদমে অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। সংঘর্ষ বিরতির দাবি জানিয়ে মাওবাদীদের তরফে বারবার আবেদন জানানো হলেও সে আর্জি কানে তোলেনি সরকার। এহেন পরিস্থিতির মাঝেই রবিবার তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ জানালেন, “কংগ্রেস এইসব লোকেদের (মাওবাদীদের) সঙ্গে আলোচনা করতে বলে। তবে আমাদের সরকারের নীতি হল যাদের হাতে অস্ত্র রয়েছে তাদের সঙ্গে কোনও আলোচনা নয়। অস্ত্র ত্যাগ করুন, আত্মসমর্পণ করুন এবং সমাজের মূল ধারায় ফিরে আসুন।”

একইসঙ্গে শাহ জানান, ”মাওবাদীদের উচিত অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসা। যদি সেটা না করা হয় সেক্ষেত্রে আমরা চূড়ান্ত সময়সীমা ঠিক করে দিয়েছি। ৩১ মার্চ ২০২৬ এই সময়ের আগেই দেশ থেকে পুরোপুরি নির্মূল করে ফেলা হবে মাওবাদ।” মাও-দমন অভিযানে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে শাহ আরও বলেন, “ইতিমধ্যেই উত্তর-পূর্বের প্রায় ১০ হাজার মানুষ আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে এসেছেন। এদের অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। একইভাবে গত দেড় বছরে প্রায় ২০০০ জনের বেশি আদিবাসী মাওবাদ ছেড়ে আত্মসমর্পণের রাস্তায় হেঁটেছেন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য