Tuesday, July 15, 2025
বাড়িজাতীয়কংগ্রেসকে ‘মন কি বাত’-এ তোপ মোদির,

কংগ্রেসকে ‘মন কি বাত’-এ তোপ মোদির,

 স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জুন :‘জরুরি অবস্থা’কে ‘দেশের ইতিহাসের এক কালো অধ্যায়’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’-এর ১২৩তম পর্বে মোদিকে বলতে শোনা গেল, সেই সময় যাঁরা এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন তাঁদের সেই সংগ্রামকে স্মরণে রাখতেই হবে।

২৫ জুন, ১৯৭৫। দেশব্যাপী জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’। অর্থাৎ এবছর ৫০ বছর পূর্ণ করল ‘এমার্জেন্সি’। আর এদিন সেই প্রসঙ্গেই মোদি সরব হলেন তাঁর মাসিক বেতার অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী বলেন, ”যারা এমার্জেন্সি আরোপ করেছিল তারা কেবল সংবিধানের আত্মাকেই হত্যা করেনি। বরং ন্যায়ব্যবস্থাকে পুতুল বানানোর চেষ্টাও করেছিল।” পাশাপাশি ‘সংবিধান হত্যা দিবস’ পালন প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”যাঁরা সেই সময় এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করেছিলেন সাহসের সঙ্গে তাঁদের আমাদের মনে রাখতে হবে। যা সংবিধানকে রক্ষা করতে আমাদের উদ্বুদ্ধ করবে।”

এরই পাশাপাশি আরও নানা বিষয় এদিন উঠে আসে মোদির ভাষণে। তিনি জানান, ট্রাকোমা নামের চোখের অসুখটি থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে দেশ। তাঁর কথায়, ”আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে ভারত ট্রাকোমা থেকে মুক্ত হয়েছে। এটি চোখের একটি অসুখ।”

পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”প্রতি বছরের মতো এবারও ২১ জুন কোটি কোটি মানুষ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিয়েছিলেন। ১০ বছর আগে এটা শুরু হয়েছিল। প্রতি বছরই এটা আরও জমকালো হয়ে উঠছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য