নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): হিমাচল প্রদেশে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ। তাঁকে ‘এয়ার অ্যাম্বুল্যান্সে’ দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। দিল্লিতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হতে পারে। বিচারপতি এম আর শাহ নিজেই জানিয়েছেন, তিনি স্থিতিশীল রয়েছেন। ভয়ের কোনও কারণ নেই। দু’একদিনের মধ্যেই আমি ভালো হয়ে যাব।”
হিমাচল প্রদেশে থাকাকালীন বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ। তাঁকে হিমাচল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে উড়িয়ে এনে দিল্লিতে চিকিৎসার ব্যাপারে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ যোগাযোগ রাখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে।
প্রসঙ্গত, বিচারপতি এম আর শাহ পটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। গুজরাট হাইকোর্টেও বিচারপতি হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৮-এর ২ নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৩-এর ১৫ মে তাঁর অবসর নেওয়ার কথা।