স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জুন : এয়ার ইন্ডিয়ার তিন জন শীর্ষকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অবিলম্বে ওই তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে। তাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের সূচি নির্ধারণের দায়িত্বে ছিলেন। অভিযোগ, গত কয়েক দিন ধরে লাগাতার এই কাজে গাফিলতি হয়েছে। বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই কাউকে বিমানে ডিউটি দেওয়া হয়েছে। আবার কেউ টানা ডিউটিতে পর্যাপ্ত বিশ্রামটুকু পাননি। সম্প্রতি এই গাফিলতিগুলির কথা নিজে থেকেই প্রকাশ করেছে বিমান সংস্থা। তা খতিয়ে দেখে ডিজিসিএ তিন কর্তাকে চিহ্নিত করেছে এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
ডিজিসিএ-র কোপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চূড়া সিংহ, ডিরেক্টরেট অফ অপারেশন্স ক্রিউ শিডিউলিংয়ের চিফ ম্যানেজার পিঙ্কি মিত্তল এবং ক্রিউ শিডিউলিং প্ল্যানিংয়ের পায়েল অরোরা। ডিজিসিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এয়ার ইন্ডিয়া স্বেচ্ছায় জানিয়েছে, বিমানকর্মীদের সূচি নির্ধারণ, নিয়মানুবর্তিতা এবং অভ্যন্তরীণ জবাবদিহিতে গাফিলতি হয়েছে। এই গাফিলতির সঙ্গে যে আধিকারিকেরা সরাসরি যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি, এটা উদ্বেগের।’’