Tuesday, July 15, 2025
বাড়িজাতীয়ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা! কেরলে জরুরি অবতরণ যুদ্ধবিমানের

ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা! কেরলে জরুরি অবতরণ যুদ্ধবিমানের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ জুন : আহমেদাবাদের ভয়াবহ স্মৃতি এখনও তাজা। তার মাঝেই আকাশে ফের দুর্ঘটনার আশঙ্কা। কেরলে জরুরি অবতরণ করল একটি ব্রিটিশ যুদ্ধ বিমান। সূত্রের খবর, মাঝ আকাশে জ্বালানি তলানিতে চলে যাওয়ার কারণেই তড়িঘড়ি অবতরণ করতে হয় বিমানটিকে।

জানা গিয়েছে, শনিবার রাতে ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা যুদ্ধ বিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই রাত সাড়ে ন’টা নাগাদ তড়িঘড়ি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি লাইটনিং। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটি এখনও কেরলেই রয়েছে।

পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধ বিমানটি ব্রিটেনের এইচএমএস প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। বেশ কয়েকদিন ধরেই ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে এটি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল দিচ্ছিল। বিশেষ এই প্রজাতির বিমানটি স্বল্প সময়ে টেক অফ এবং উল্লম্ব অবতরণ করতে সক্ষম। তাছাড়া রানওয়ে ছাড়াও এটি সরাসরি মাটি থেকে আকাশে উড়তে পারে আবার মাটিতেই অবতরণ করতে পারে। তবে এই জরুরি অবতরণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ঘটনা অস্বাভাবিক হলেও নজিরবিহীন নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য