বিজয়ওয়াড়া, ৬ জুন (হি.স.): পরিবারতন্ত্র, বংশবাদ, জাতিবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও স্বজনপ্রীতিকে পরাজিত করে উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছে বিজেপি। সোমবার অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় শক্তি কেন্দ্র প্রমুখ কার্যকর্তা বৈঠকে একথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রেয় দিয়েছেন নাড্ডা। তাঁর কথায়, মোদীজির নেতৃত্বে ভারত শক্তি খরচে বিশ্বের তিন নম্বরে দাঁড়িয়েছে। বর্তমানে ভারত বিশ্বব্যাপী খুচরো বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে। আইএমএফ-এর যে প্রোজেকশন এসেছে তাতে ভারতের প্রবৃদ্ধির হার ৮.৭ শতাংশ। ভারতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যাও ২২ শতাংশ থেকে মাত্র ১০ শতাংশে নেমে এসেছে।
নাড্ডা এদিন আরও বলেছেন, “বিজেপি এমনই একটি দল, যার নেতা, নীতি, সৎ উদ্দেশ্য, কর্মসূচি, কর্মী এবং বাতাবরণ রয়েছে। দেশের অন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে নেতা থাকলেও সৎ উদ্দেশ্য নেই, নীতি থাকলেও কর্মসূচি থাকে না এবং কর্মসূচি থাকলে কর্মী থাকে না।” বিজেপি কর্মীদের উদ্দেশে নাড্ডা বলেছেন, “আমাদের সবাইকে দেশের উন্নয়নের বাহক হতে হবে। দেশকে শক্তিশালী করতে আমাদের আত্মত্যাগ করতে হবে। সবকা সাথ, সবকা বিকাশ হোক সেই প্রচেষ্টা করতে হবে আমাদের।”