Friday, February 7, 2025
বাড়িজাতীয়বারাণসী বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা, মৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ওয়ালিউল্লাহ খান

বারাণসী বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা, মৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ওয়ালিউল্লাহ খান


বারাণসী, ৬ জুন (হি.স.): প্রায় ১৬ বছর আগে, ২০০৬ সালে উত্তর প্রদেশের বারাণসীতে একই দিনে পর পর বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্ত সন্ত্রাসী ওয়ালিউল্লাহ খানকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। প্রায় ১৬ বছরের শুনানি-পর্বের পরে গত শনিবার ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করেছিল গাজিয়াবাদের জেলা আদালত। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়। এরপর সোমবার এই মামলায় রায় ঘোষণা করা হয়েছে। দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ খানকে মৃত্যুদণ্ডের দিয়েছে গাজিয়াবাদের আদালত।

২০০৬ সালের ৭ মার্চ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারাণসীর সঙ্কটমোচন মন্দির। বিস্ফোরণ হয় বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনেও। সেই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হন প্রায় ১০০ জন। ওই ঘটনার পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। পরে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ওই মামলা গাজিয়াবাদ জেলা আদালতে স্থানান্তরিত করা হয়। ওয়ালিউল্লাহ গ্রেফতার হওয়ার পর বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝাঁসি গ্রামের মুস্তাকিম, জাকারিয়া ও শামীম নামে তিন ব্যক্তি-সহ বেশ কয়েক জনের নাম উঠে ‌এসেছিল। যদিও উত্তর প্রদেশ পুলিশ তাঁদের নাগালে পায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য