স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ মে : ভয়াবহ দুর্ঘটনা উত্তর সিকিমে। নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় ১১ জনকে নিয়ে একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে চুংথাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁদের স্থানীয় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সিকিম পুলিশ ও আইটিবিপির জওয়ানরা উদ্ধার কাজ শুরু করেন। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি একজনের দেহ উদ্ধার করা হয়। তবে এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন। এদিকে টানা বৃষ্টির জেরে বারে বারে ব্যহত হয় উদ্ধারকাজ। নিখোঁজদের মধ্যে ত্রিপুরা, ওড়িশা ও বাংলার বাসিন্দা রয়েছেন। নিখোঁজদের মধ্যে ওড়িশার এক বিজেপি নেত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও কারও নাম, পরিচয় জানা যায়নি।
এমন ভয়াবহ দুর্ঘটনা নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গভীর শোকপ্রকাশ করেছেন। নিখোঁজদের উদ্ধারের সবরকমের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সিকিম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পরে পুলিশ, আইটিবিপি, দমকল বিভাগ উদ্ধারকাজে হাত লাগায়। দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। বাকিদের খোঁজ চলছে। এনডিআরএফকে উদ্ধারকাজে নামানো হয়েছে।”