Friday, March 29, 2024
বাড়িজাতীয়বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বন্ধ হবে না নমাজ, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বন্ধ হবে না নমাজ, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বারাণসী, ১৭ মে (হি.স.) : জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধারে তথাকথিত শিবলিঙ্গের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিতে পারে বারাণসীর আদালত। কিন্তু কোনও ভাবেই মসজিদে নমাজ বন্ধ করা যাবে না। ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আদালত নিযুক্ত পর্যবেক্ষক দলের সমীক্ষা এবং ভিডিওগ্রাফি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশের পরে সোমবার আদালতের বিচারক রবিকুমার দিবাকর মসজিদের অন্দরের ওজুখানা ও তহ্‌খানা সিল করার নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, বারাণসীর জেলাশাসক, পুলিশ কমিশনারের পাশাপাশি সিআরপিএফের এক জন কমান্ডান্ট (সুপার) স্তরের আধিকারিককে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাউকেই প্রবেশ করতে দেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, ‘কোনও ভাবেই যাতে জ্ঞানবাপী মসজিদের কোনও স্থানে নমাজে গিয়ে কাউকে বাধার মুখে পড়তে না হয়, বারাণসীর জেলাশাসককে তা নিশ্চিত করতে হবে।’ আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য