হায়দরাবাদ, ১৬ মে (হি.স.) : কমানো হল করোনা ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দাম। বায়োলজিক্যাল ই লিমিটেড (বিই) সোমবার জানিয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দাম আগের ৮৪০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা করা হয়েছে।এ
প্রিলের শুরুতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য জৈবিক ই-এর কোভিড-১৯ ভ্যাকসিন কর্বেভ্যাক্সের জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে, সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানিয়েছে। কর্বেভ্যাক্স বর্তমানে ১২-১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে।বায়োলজিক্যাল ই লিমিটেড কর্বেভ্যাক্সের ৩০ কোটি ডোজ তৈরি করেছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে প্রায় ১০ কোটি ডোজ সরবরাহ করেছে। বর্তমানে, ১২-১৪ বছর বয়সী শিশুদের ৩ কোটির বেশি ডোজ কর্বেভ্যাক্স দেওয়া হয়েছে।