Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদ৩০ বছর পর রাশিয়া থেকে ব্যবসা গুটাচ্ছে ম্যাকডোনাল্ডস

৩০ বছর পর রাশিয়া থেকে ব্যবসা গুটাচ্ছে ম্যাকডোনাল্ডস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে।   ইউক্রেইন যুদ্ধের জেরে প্রথমে রেস্তোরাঁ বন্ধ করার পর এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে ফেলার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস।ছিন্ন হচ্ছে রাশিয়ার সঙ্গে ম্যাকডোনাল্ডসের ৩০ বছরের সম্পর্ক। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। মার্চে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ রাশিয়ায় তাদের সব রেস্তোরাঁ বন্ধ রাখার ঘোষণা দেয়। এমনকী মস্কোর পুশকিন স্কয়ারের তাদের ঐতিহ্যবাহী রেস্তোরাঁটিও বন্ধ করে দেওয়া হয়। এখন তারা রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দিতে চাইছে এবং এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ম্যাকডোনাল্ডস ১২০ কোটি থেকে ১৪০ কোটি মার্কিন ডলারে (নন- ক্যাশ) রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করতে চাইছে।

সোমবার ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেইনের যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া মানবিক সংকট এবং রাশিয়ায় তাদের ব্যবসা পরিচালনায় অপ্রত্যাশিত পরিবেশের কারণে ম্যাকডোনাল্ডস এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাশিয়ায় ব্যবসার অব্যাহত রাখা আর টেকসই হবে না।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য