স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২8 এপ্রিল : মাত্র ৪৮ ঘণ্টা আগে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। ২৬টি প্রাণের বিনিময়ে কাশ্মীরের পহেলগাঁওয়ের নিরাপত্তা থেকে সৌন্দর্য সব ভেঙে খানখান! জঙ্গিদের নিধন চেয়ে ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। প্রতিবাদের আগুন জ্বলছে গোটা দেশে। এই আবহে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হলেন অসমের বিধায়ক আমিনুল ইসলাম। তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক। আমিনুলের বেফাঁস মন্তব্য, ”পুলওয়ামা, পহেলগাঁও হামলা সবই সরকারের ষড়যন্ত্র।” তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসম পুলিশ বিধায়ককে গ্রেপ্তার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তত ৬টি ধারায় দায়ের হয়েছে মামলা।