স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২8 এপ্রিল : সর্বদল বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ‘আক্রমণ’ অভ্যাস শুরু করল ভারতীয় বায়ুসেনা। রাফালে যুদ্ধবিমানের নেতৃত্বে সেন্ট্রাল সেক্টরে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় বায়ুসেনার প্রত্যেকটি যুদ্ধবিমান। প্রতিরক্ষা সূত্রে খবর, ভূখণ্ডে ঢুকে যুদ্ধ করার পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধের জন্যও প্রস্তুতি নিচ্ছে বায়ুসেনা।
শেষ হল সর্বদলীয় বৈঠক। আলোচনা শেষে আওয়ামি ইত্তেহাদের বিধায়ক খুরশিদ আহমাদ শেখ জানান, ‘এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী প্রত্যেক সদস্য একমত হয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া ঠিক বলে মনে করছে কেন্দ্র, সেই পদক্ষেপই করবে তারা।’
ভারত-পাক উত্তেজনার আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাশে থাকার বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। হামলার তীব্র নিন্দাও করেছেন তিনি। নৃশংস হামলা নিয়ে নেতানিয়াহুকে বিস্তারিত তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীও।
জঙ্গি হামলায় বিধ্বস্ত হলেও কাশ্মীরের মানবিকতা অটুট। পর্যটকদের নিরাপদে শ্রীনগর পর্যন্ত পৌঁছে দিতে ফ্রি অটো, ট্যাক্সি সার্ভিস চালাচ্ছে স্থানীয় ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন। রেলস্টেশন, এয়ারপোর্ট পৌঁছে দিতে ফ্রি সার্ভিস দিচ্ছে শ্রীনগরের অ্যাসোসিয়েশন। অন্যদিকে, পহেলগাঁও ইস্যুতে একঘণ্টারও বেশি সময় ধরে চলছে সর্বদলীয় বৈঠক। যোগ দিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসিও।
ওয়াঘা-আটারি সীমান্তে প্রথামাফিক বিটিং দ্য রিট্রিট হলেও সেখানে করমর্দন করল না দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিটিং দ্য রিট্রিটের সময় বন্ধ রাখা হয়েছিল দরজাও।
পাকিস্তানি আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার ফলে ঘুরপথে চলবে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ান সংস্থার তরফে দুঃখপ্রকাশ করে জানানো হয়, উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যগামী বিমানগুলিকে ঘুরপথে যেতে হবে।
পুলওয়ামা-পহেলগাঁও নিয়ে বিস্ফোরক মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক আমিনুল ইসলাম। অন্যদিকে, সর্বদল বৈঠকে দুই মিনিটের নীরবতা পালন করা হল পহেলগাঁওয়ে মৃতদের উদ্দেশ্যে।
শুরু হল সর্বদল বৈঠক। অন্যদিকে, শুক্রবার শ্রীনগর যাচ্ছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। স্থানীয় সেনাকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। পহেলগাঁওয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেনাপ্রধান। পহেলগাঁওয়ে যে চার জঙ্গি হামলা চালিয়েছিল, তাদের মধ্যে ছিল দুই পাকিস্তানি। তাদের ছবি প্রকাশ করে অনন্তনাগ থানার তরফে জানানো হয়েছে, এই দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।