Monday, May 5, 2025
বাড়িজাতীয়পহেলগাঁওয়ে সন্ত্রাসের আবহে নৌশক্তি প্রদর্শন ভারতের

পহেলগাঁওয়ে সন্ত্রাসের আবহে নৌশক্তি প্রদর্শন ভারতের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২8 এপ্রিল : সদ্য ভূস্বর্গের বুকে ঘটে গিয়েছে ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলা। জঙ্গিদের গুলিতে ঝাঁজরা ২৬ টি তরতাজা প্রাণ, যাঁদের সিংহভাগই স্রেফ ‘ভারতের সুইজারল্যান্ড’-এর সৌন্দর্য দেখতে গিয়ে এভাবে মৃত্যুমুখে পড়েছেন। পহেলগাঁওয়ের আকাশে-বাতাসে এখনও যেন বুলেটের গর্জন, মৃত্যুপুরীর হিমশীতলতা আর নীরবতা। এর নেপথ্যে রয়েছে পাক সন্ত্রাসবাদী সংগঠন লসকর-ই-তইবা। অর্থাৎ ভারতের মাটিতে ফের একটা হিংসাত্মক কার্যকলাপ ঘটানো তাদেরই মস্তিষ্কপ্রসূত। এই আবহে প্রতিবেশী দেশকে পালটা দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। তারই অংশ হিসেবে এবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত। বৃহস্পতিবার আরব সাগরে নৌ মহড়া চলাকালীন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হল। ভারতীয় নৌবাহিনীর দাবি, এটা নৌপথে আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ‘আত্মনির্ভর ভারত’-এরই ফসল।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আরব সাগরে আইএনএস সুরাট যুদ্ধজাহাজ থেকে মিসাইল ধ্বংসকারী মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। যা বিপক্ষের ক্ষেপণাস্ত্রকে নির্দিষ্ট সীমার মধ্যে ধ্বংস করতে সক্ষম। ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, ভূমি থেকে আকাশে মধ্যপাল্লার এই মিসাইলটি একসঙ্গে অনেক কাজ করতেই সক্ষম। ইজরায়েলি প্রযুক্তির সহায়তায় তৈরি হয়েছে। দেশের পশ্চিম প্রান্ত থেকে জলপথে কোনও আক্রমণ ঘটার মতো সংকেত পেলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হবে। মিসাইলটি ৭০ কিলোমিটার পর্যন্ত কাজ করতে সক্ষম বলে নৌবাহিনী সূত্রে খবর।

আসলে পহেলগাঁওয়ে সন্ত্রাসের পর থেকে দেশের সীমান্ত সুরক্ষায় কার্যত বজ্র আঁটুনি। মহড়া শুরু করে নৌসেনা। আরব সাগরে আইএনএস সুরাট যুদ্ধজাহাজ থেকে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ তারই অংশ। ২০০৮ সালে এই পথেই ভারতে ঢুকে মুম্বইয়ের তাজ হোটেল-সহ একাধিক জনবহুল স্থানে হামলা চালায় পাক জঙ্গিরা। সেই ঘটনায় দেশের জলপথে নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। ফলত এদিকে জলসীমান্তে আঁটসাঁট নিরাপত্তার পাশাপাশি শক্তি প্রদর্শন করে দেখাল নৌবাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!