স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ মে : পহেলগাঁও আবহে পাক গুপ্তচর সন্দেহে দু’জন গ্রেপ্তার করল অমৃতসর পুলিশ। ধৃতদের নাম শের মসীহ ও সুরোজ মসীহ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার অমৃতসর থেকে এই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে অমৃতসরে থাকা ভারতীয় সেনা ছাউনি এবং এয়ার ফোর্স স্টেশনের একাধিক জায়গার ছবি তুলে পাচার করার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকত। এবং সুযোগ বুঝে বিভিন্ন স্পর্শকাতর জায়গার ছবি তুলে পাকিস্তানে পাচার করত। দীর্ঘদিন ধরেই তারা ওই ‘চরবৃত্তি’ চালিয়ে যাচ্ছিল বলেই জানতে পেরেছেন গোয়ান্দারা। আর এতেই চিন্তা বেড়েছে তদন্তকারী আধিকারিকদের।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পলক ও সুরজের সরাসরি যোগাযোগ ছিল অমৃতসর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি হরপ্রীত সিং ওরফে হ্যাপির সঙ্গে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় সেনার বহু গোপন আস্তানা এবং ঘাঁটির বিভিন্ন স্পর্শকাতর জায়গার ছবি তুলত পলক ও সুরজ। এরপর তা পাঠিয়ে দিত পাকিস্তানে। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সন্দেহে রাজস্থান থেকে পাঠান খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হাই অ্যালার্ট জারি হয়েছে। এরই মধ্যে অমৃতসর থেকে দুই পাক গুপ্তচরের গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছে গোয়ান্দাদের।