Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়দিল্লিতে অগ্নিকাণ্ডে নিখোঁজ ২৯, আকুল হয়ে আপনজনদের খুঁজছেন পরিজনরা

দিল্লিতে অগ্নিকাণ্ডে নিখোঁজ ২৯, আকুল হয়ে আপনজনদের খুঁজছেন পরিজনরা

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): কেটে গিয়েছে অনেকটা সময়, পশ্চিম দিল্লির বাণিজ্যিক ভবন অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ কমপক্ষে ২৯ জন। ২৯ জনের মধ্যে ২৪ জন মহিলা ও ৩ জন পুরুষ। আকুল হয়ে এখনও পরিজনদের খুঁজে চলেছেন আপনজনরা। সারাক্ষণ মনে আতঙ্ক, খারাপ খবর না আসে।

সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সুনীল কুমার জানিয়েছেন, আমরা ২৯ জনের নিখোঁজ থাকার বিষয়ে জানতে পেরেছি। তাঁদের মধ্যে ২৫ জন মহিলা ও ৪ জন পুরুষ। আমরা অভিযোগকারীদের বিবরণ এবং নিখোঁজ ব্যক্তির সঙ্গে তাঁদের সম্পর্কের তথ্য সংগ্রহ করছি। আমরা কোনও তথ্য পেলেই তাদের জানানো হবে। পরিজনদের না পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ খুঁজে পাচ্ছেন না নিজের বোনকে, কেউ আবার স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না। শুক্রবার বিকেলেই শেষবার কথা হয়েছিল তাঁদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য