Saturday, February 8, 2025
বাড়িজাতীয়ডিসিজিআই-এর অনুমোদন, ৬-১২ বছরের শিশুদের কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র

ডিসিজিআই-এর অনুমোদন, ৬-১২ বছরের শিশুদের কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি. স.): জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা ব্যবহারে ছাড়পত্র দিল ড্রাগস্ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। সরকারি সূত্রে জানা গিয়েছে, টিকা এবং ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (ডিসিজিআই) জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই টিকা দেওয়া চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে কবে থেকে চালু হবে টিকা, তা নিয়ে এখনই স্পষ্ট করে কেন্দ্র কিছু জানায়নি। পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের জন্য জাইকোভ ডি (জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন) ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। আবার ৫-১২ বছর বয়সীদের জন্য কোরবেভ্যাক্স টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই।

কয়েকমাসের ব্যবধানে দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। আশঙ্কা রয়েছে ভারতেও আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এর মাঝেই কমবয়সীদের কথা মাথায় রেখেই জরুরিভিত্তিতে টিকাকরণের পথে হাঁটল ডিসিজিআই। মঙ্গলবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে ৬-১২ বছরের বয়সীদের জন্য করোনার টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। দেশীয় পদ্ধতিতে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাকে এক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। মূলত এই বয়সীদের সকলেই প্রায় স্কুল পড়ুয়া। তাই করোনার প্রকোপ থেকে বাঁচতে তাঁদের টিকাকরণের মাধ্যমে সুরক্ষিত করতে চাইছে কেন্দ্র।


দেশে এই মুর্হূতে ৪৫ ঊর্ধ্বদের বুস্টার ডোজের টিকাকরণের কাজ চলছে। এর সঙ্গেই যুক্ত হতে চলেছে ৬-১২ বছরের বয়সীদের টিকাকরণ। কিন্তু কীভাবে এই টিকাকরণের কর্মসূচী সম্পন্ন হবে তার সুনির্দিষ্ট গাইডলাইন এদিন বা আগামিকাল ডিসিজিআইয়ের মাধ্যমে প্রকাশ করা হবে। সেই মতো কেন্দ্রের তরফে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠানো হবে। এর আগে গত ২৪ ডিসেম্বর ১২-১৮ বছরের বয়সীদের টিকাকরণের জন্য কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দেয় ডিসিজিআই। এছাড়াও ১২-১৪ বছর বয়সীদের জন্য কোরবেভ্যাক্স টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয় ডিসিজিআইয়ের তরফে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য