Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়নীতীশকে নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন তেজস্বী

নীতীশকে নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন তেজস্বী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মার্চ : পাল্টুরাম, গিরগিটি! ইত্যাদি বহু উপাধিতে তাঁকে ভূষিত করেছেন বিরোধীরা। যদিও নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নীতীশ কুমার দাবি করেছিলেন, “এই শেষ। ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই।” আরও বলেন, “যেখানে ছিলাম, সেখানেই ফিরে এলাম।” কিন্তু তাতেও নীতীশ কুমারকে নিয়ে জল্পনা বন্ধ হয়নি। যেমন ভোটের মুখে ফের তাঁর শিবির বদল নিয়ে নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আরজেডি তাঁকে প্রস্তাব দিয়েছে, বিজেপির সঙ্গ ছেড়ে বিরোধী শিবিরে শামিল হতে। যদিও সেই জল্পনা পুরোপুরি উড়িয়ে দিলেন তেজস্বী যাদব।

চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। তার আগে নীতীশকে নিয়ে বিস্তর জল্পনা শোনা যাচ্ছে বিহারে। সেই জল্পনার শুরুটা হয় লালুপ্রসাদ যাদবের এক মন্তব্যে। মাস কয়েক আগে লালু মন্তব্য করেন, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দরজা নীতীশের জন্য সব সময় খোলা রয়েছে। শোনা যায়, নীতীশের সেই মন্তব্যের পর ভিতর ভিতরে আরজেডি এবং জেডিইউ নেতাদের কথাবার্তা হয়েছে। এমনকী আরজেডির তরফে নীতীশকে ফের বিরোধী শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সেই জল্পনা নিয়ে রবিবার প্রশ্ন করা হয়েছিল তেজস্বী যাদবকে। বিহারের বিরোধী দলনেতা অবশ্য সেই জল্পনা পুরোপুরি উড়িয়ে দিলেন। তেজস্বী বলছেন, “এসব কথা কোথায় শোনেন? আমরা কেন নীতীশ কুমারকে জোটে ডাকতে যাব? আমাদের তরফ থেকে কোনওরকম প্রস্তাব দেওয়া হয়নি। এসব বোকা বোকা কথা বলার কোনও মানে নেই। আমরা কোনও প্রস্তাব দিইনি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য