Tuesday, March 25, 2025
বাড়িজাতীয়মণিপুরে শুরু ‘শাহী’ অ্যাকশন, ৮ মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তা সচল করার...

মণিপুরে শুরু ‘শাহী’ অ্যাকশন, ৮ মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তা সচল করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ মার্চ : আইনশৃঙ্খলার দায়িত্ব হাতে পেয়েই মণিপুরকে সচল করতে সচেষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৮ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তাঘাটে যানচলাচল মসৃণ এবং স্বাভাবিক করতে হবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। শনিবার উত্তর-পূর্বের রাজ্যটির নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অশান্তি কবলিত মণিপুরে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয়। তারপর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতিতে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র। শনিবার সে রাজ্যের নিরাপত্তা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লাও। সংবাদসংস্থা পিটিআই সূত্রের দাবি, ওই বৈঠকেই শাহ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে কোনও মূল্যে আগামী এক সপ্তাহ অর্থাৎ ৮ মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তাঘাটে নির্বিরোধে যান চলাচল সুনিশ্চিত করতে হবে। কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন শাহ।

২০২৩ সালের ৩ মে মণিপুরে শুরু হয় মেতেই-কুকি সংঘর্ষ। সেই থেকেই জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্যটি। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া অসংখ্য মানুষ। গত দেড় বছরে মণিপুরের বহু সরকারি অস্ত্রাগার, থানা, ফাঁড়িতে লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। লুট হয়েছে বহু অস্ত্রশস্ত্র। সেসব অস্ত্র উদ্ধারেও তৎপর কেন্দ্র। পিটিআই সূত্রের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অস্ত্র উদ্ধারে বাড়তি জোর দিয়েছেন।

সূত্রের দাবি, এই মুহূর্তে মণিপুরের কী পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কী কী করণীয়, সবটাই আধিকারিকদের থেকে খোঁজ নিয়েছেন শাহ। দ্রুত উত্তর-পূর্বের রাজ্যটিতে শান্তি ফেরাতে আগামী দিনে বড়সড় পদক্ষেপ করা হতে পারে, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য