Friday, March 29, 2024
বাড়িজাতীয়কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে আবেদনের শুনানি জুলাইতে, জানাল শীর্ষ আদালত

কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে আবেদনের শুনানি জুলাইতে, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির তিন বছর হতে চলল। কিন্তু কেন্দ্রের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনগুলির শুনানি ২০২০ সালের মার্চের পর আর হয়নি। সোমবার প্রধান বিচারপতি এন ভি রমানার কাছে সমস্ত পিটিশনের শুনানির দ্রুত আবেদন জানালেন আইনজীবী শেখর নাফাদে। প্রধান বিচারপতি তাঁকে বলেন, পুনরায় বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। গরমের ছুটির পর বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতির জারি করা দিনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক পিটিশন জমা পড়ে। এগুলির শুনানির জন্য তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চে রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমানা, বিচারপতি সঞ্জয় কৃষ্ণ কৌউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। ওই বছর ডিসেম্বরে ৩৭০ ধারা রদ নিয়ে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন সাত সদস্যের বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পরের বছর মার্চে বেঞ্চ সিদ্ধান্ত নেয়, বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর কোনও প্রয়োজনীয়তা নেই। এরপর অতিমারিতে সশরীরে শুনানি বন্ধ হয়ে যায় আদালতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য