স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। অশান্ত মণিপুরে গত বৃহস্পতিবার রাজ্যপাল অজয়কুমার ভল্লা নির্দেশ দিয়েছিলেন, সাত দিনের মধ্যে লুট করা সমস্ত অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে। সেই ‘সময়সীমা’র আর বাকি মাত্র এক দিন। সেই আবহে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আরও কয়েক জন নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন।
মণিপুরের নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ইম্ফলে ১২টি সিএমজি বন্দুক, সব মিলিয়ে মোট ৮টি বিভিন্ন রকমের রাইফেল, প্রতিটি রাইফেলের ম্যাগাজ়িন, একটি আইইডি বিস্ফোরক এবং ৭০ রাউন্ড গুলি নিয়ে আত্মসমর্পণ করেছেন আরও কয়েক জন। রাজ্যপালের নির্দেশের পর থেকে এখনও পর্যন্ত এমন প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ জমা পড়েছে।
রাষ্ট্রপতি শাসনের আবহে রাজ্যপাল অজয়ই মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন। গত ২০ ফেব্রুয়ারি তিনি জানিয়েছিলেন, সাত দিনের মধ্যে লুটের অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এই সময়ের মধ্যে যাঁরা যাঁরা অস্ত্র থানায় জমা দিয়ে যাবেন, তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। তবে যাঁরা সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও বেআইনি অস্ত্র নিজেদের কাছে রেখে দেবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। মণিপুরের মুখ্যসচিব পিকে সিংহও কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ‘‘সাত দিনের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা দিতে পারেন মণিপুরবাসী। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেই ব্যাপক অস্ত্র উদ্ধার অভিযানে নামবে নিরাপত্তাবাহিনী।’’
ঘরে বাইরে চাপের মুখে গত ৯ জানুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বীরেন সিংহ। ওই ঘটনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর শূন্য পদের জন্য নতুন কোনও নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। ফলে গত ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। স্থগিত রাখা হয়েছে মণিপুর বিধানসভার অধিবেশনও।