স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : সীমান্তের মাত্র ১৫০ গজের মধ্যে নির্মাণকাজ শুরু করেছে পাকিস্তান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুই দেশের নিরাপত্তাবাহিনীর লড়াই। অভিযোগ, শৌচাগারের নামে সীমান্তের এত কাছে আসলে বাঙ্কার বানাচ্ছে পাকিস্তান। এই ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে বিএসএফের তরফে জানানো হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হবে ওই নির্মাণ।
সেনা সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনা রাজস্থানের বাড়মেঢ় জেলায়। আন্তর্জাতিক সীমান্তনীতি না মেনে কাঁটাতারের বেড়ার মাত্র ১৫০ গজের মধ্যে অবৈধ নির্মাণ শুরু করেছে পাকিস্তান। গত সোমবার বিষয়টি নজরে আসে ভারতীয় সেনার। এরপর তড়িঘড়ি পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিং ডাকে বিএসএফ। সেখানে পাকিস্তানের তরফে জানানো হয় ওই নির্মাণ ১৫০ গজের মধ্যে নয়। পাশাপাশি পাকিস্তান দাবি করে, জওয়ানদের জন্য অস্থায়ী শৌচালয় নির্মাণ করা হয়েছে ওখানে। কোনও বাঙ্কার তৈরি করা হয়নি। তবে পাকিস্তানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করা হয় ভারতের তরফে। যার জেরে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, যদি ওই বাঙ্কার না ভাঙা হয় তবে তা গুঁড়িয়ে দেওয়া হবে। নাহলে ভারতও নিজেদের সীমায় বাঙ্কার তৈরি করবে।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী সীমান্তের ১৫০ গজ এলাকাকে ‘নো ম্যানস ল্যান্ড’ হিসেবে ঘোষণা করা হয়। এখানে কোনও রকম নির্মাণ অবৈধ। তবে সেই নয়ম অমান্য করে রাতের অন্ধকারে মাত্র ১০০ গজের মধ্যে এই নির্মাণ করে পাকিস্তান। গত সোমবার বিষয়টি বিএসএফের নজরে আসতেই সরব হয় ভারত। তবে শুধু পাকিস্তান নয় সম্প্রতি বাংলাদেশ সীমান্তেও এমন দুটি ঘটনা নজরে এসেছে।