Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হলেন অতিশী

দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হলেন অতিশী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : কিছুদিন আগেও দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তবে ভাগ্যের পরিহাসে মুখ্যমন্ত্রী পদ থেকে এবার বিরোধী দলনেতার পদে বসলেন অতিশী মারলেনা। আপের বিধায়ক দলের বৈঠকের পর বিরোধী দলনেতার পদে অতিশী নামেই সিলমোহর দেন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ফলে দিল্লি বিধানসভায় এবার শাসক বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

নয়া সরকার গঠনের পর আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দিল্লির বিধানসভা অধিবেশন। সেই লক্ষ্যে রবিবার ২২ বিধায়ককে সঙ্গে নিয়ে বৈঠকে বসেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠক শেষেই সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভায় বিরোধী দলনেত্রীর পদে বসবেন অতিশী মারলেনা। গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ার পর কেজরিওয়ালকে ধন্যবাদ জানান অতিশী। তিনি বলেন, আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের মানুষ আমাদের বিরোধী আসন সামলানোর দায়িত্ব দিয়েছেন, আপ দেখিয়ে দেবে আমরা বিরোধী দলের দায়িত্ব পালনে কতখানি শক্তিশালী। কঠিন সময়ে মুখ্যমন্ত্রী হয়ে আমি দিল্লির মানুষের সেবা করেছি। এবার বিরোধী নেত্রীর দায়িত্বও সফলভাবে পালন করব।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপির কাছে লজ্জার হার হারতে হয়েছে দুই বারের শাসকদল আপকে। ৭০ আসনের মধ্যে ৪৮ আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২২ আসন পেয়েছে আপ। নির্বাচনে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো ভিভিআইপি। তবে আপের দুর্ভাগ্যের মধ্যেও রমেশ বিধুরিকে হারিয়ে কালকাজি কেন্দ্রে জয়ী হয়েছেন অতিশী। এর পরই অনুমান করা হচ্ছিল, দিল্লির বিরোধী দলনেত্রী হিসেবে আপের প্রথম পছন্দ হবেন অতিশী। বিধায়কদলের বৈঠকের পর এই নামেই সিলমোহর দিলেন কেজরিওয়াল।

এদিকে সোমবার থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশন প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়েছে, তিনদিনের জন্য শুরু হবে এই অধিবেশন। যেখানে প্রাক্তন আপ সরকারের বিরুদ্ধে চলা মামলাগুলির রিপোর্ট পেশ করা হবে। পাশাপাশি, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে নয়া বিজেপি সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য