Tuesday, March 25, 2025
বাড়িবিশ্ব সংবাদভারতকে হারাতে না পারলে বদলাবেন নিজের নাম! ঘোষণা পাক প্রধানমন্ত্রীর

ভারতকে হারাতে না পারলে বদলাবেন নিজের নাম! ঘোষণা পাক প্রধানমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি : একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তাপ। অন্যদিকে ভারতকে হারানোর ডাক দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর যদি সেটা না করতে পারেন, তাহলে তাঁর নামও নাকি শাহবাজ শরিফ নয়! ভরা মঞ্চ থেকেই ঘোষণা দিয়ে দিলেন তিনি।

তবে ক্রিকেট নিয়ে নয়, শরিফ গর্জন করলেন নিজেদের দেশের অর্থনীতি নিয়ে। ডেরা গাজি খানের সভা থেকে পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি নিয়ে একাধিক ঘোষণা করলেন তিনি। আর সেখানেই ভারতকে পিছনে ফেলার ডাক দিলেন পাক প্রধানমন্ত্রী।

সেখানে তিনি বলেন, “যদি ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকে, তাহলে আমরা রাত-দিন পরিশ্রম করব। আর এমন একদিন আসবে, যখন আমরা ভারতকেও পিছনে ফেলে দেব। নাহলে আমার নামও শাহবাফ শরিফ নয়।” সেই সঙ্গে তিনি বলেনও, “আমরা পাকিস্তানকে এক মহৎ দেশ বানিয়ে তুলব। ভারতের থেকেও অনেক এগিয়ে যাব।”

এমনিতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। ঋণের ভারে চরম দুরবস্থা। বৈদেশিক ঋণের ফাঁদ থেকে বেরিয়ে এসে পাকিস্তানকে স্বনির্ভর করে তোলাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন। এমনকী পাক প্রধানমন্ত্রীর দাবি, তিনি ক্ষমতায় আসার পর মূল্যবৃদ্ধি ৪০ শতাংশ থেকে মাত্র ২ শতাংশে এসে পৌঁছেছে। যদিও এই নিয়ে কোনও তথ্য দেননি তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির মহাযুদ্ধের মধ্যে তাঁর এই মন্তব্য অন্য মাত্রা পেয়েছে। শাহবাজের মন্তব্যের পরই খোঁচা দিতে ছাড়ছেন না নেটিজেনরা। কেউ বলছেন, ‘কোনও চিন্তা নেই, আমরা নতুন নাম খুঁজে দেব’।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য