স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : শিখ দাঙ্গা মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার। সরস্বতী বিহারে দুই ব্যক্তিকে খুনের অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির এক আদালত। এদিন সজ্জন কুমারকে তিহার জেল থেকে আদালতে হাজির করানো হয়। বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি সাজা ঘোষণা নিয়ে শুনানি হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে কার্যত শিখনিধন যজ্ঞ চলেছিল দেশে। সেই অশান্তি চলাকালীন ১ নভেম্বর যশবন্ত সিং নামের এক ব্যক্তি ও তাঁর পুত্র তরুণদীপ সিংকে খুনের ঘটনায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের নাম জড়ায়। সেইসময় দিল্লির রাজনগরেরই সাংসদ ছিলেন সজ্জন কুমার।
প্রাথমিক ভাবে পাঞ্জাবি বাগ থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হলে তাদের হাতেই তদন্তের দায়ভার দেওয়া হয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আদালত সজ্জনের বিরুদ্ধে খুনের চার্জ গঠন করা হয়। আইনজীবীদের দাবি ছিল, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরই বিরাট সংখ্যক উন্মত্ত জনতা শিখদের উপরে হামলা করে। আর সেই সময়ই যশবন্তের বাড়িতে হামলা হয়। তাঁকে ও তাঁর ছেলেকে খুন করা হয়। লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। যশবন্তের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। দেখা যায়, সজ্জন কুমারের বিরুদ্ধে বহু তথ্যপ্রমাণ হাতে এসেছে।