স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মোহনপুর মহকুমার কামালঘাটস্থিত কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর পুর পরিষদ এবং মোহনপুর মহকুমার চারটি ব্লক এলাকার বাছাইকৃত স্কুল পড়ুয়া খেলোয়াড়দের নিয়ে হয় এই ক্রীড়া প্রতিযোগিতা।
যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্যোগে এবং মোহনপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন মহকুমা স্তরের প্রতিযোগিতায় যারা নির্বাচিত হবে, তারা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা স্তরের প্রতিযোগিতায় যারা নির্বাচিত হবে, তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এইটা একটা নতুন উদ্যোগ। অতীতে কেউ এই উদ্যোগ গ্রহণ করে নি। শিশুরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তিনি এইদিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে শিক্ষকদের উপর ছেড়ে দিলে হবে না। অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সমাজেরও দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।