Friday, February 14, 2025
বাড়িজাতীয়ইডিকে ১০০০০০ টাকা জরিমানা করল বম্বে হাই কোর্ট, দিল কড়া বার্তাও

ইডিকে ১০০০০০ টাকা জরিমানা করল বম্বে হাই কোর্ট, দিল কড়া বার্তাও

স্যন্দন প্রতিনিধি। ২২ জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে এক লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাই কোর্ট। আদালত মনে করছে অযৌক্তিক কারণে এক ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করেছে ইডি। তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনাও করেছে হাই কোর্ট। আদালত জানিয়েছে, মানুষকে অকারণে হেনস্থা করার জন্য কোনও তদন্তকারী সংস্থা নিজেদের হাতে আইন তুলে নিতে পারে না। তদন্তকারী সংস্থা যাতে আইনের পরিধির মধ্যে থেকে কাজ করে, তা নিয়ে কড়া বার্তা যাওয়া প্রয়োজন বলেও জানিয়েছে হাই কোর্ট।

জমিজমা সংক্রান্ত একটি বিবাদের জেরে মুম্বইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল ইডি। বিবদমান একটি ভবনের ক্রেতা প্রথমে থানায় অভিযোগ জানান যে, ব্যবসায়ী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। চুক্তিভঙ্গ করারও অভিযোগ তোলেন তিনি। পরে ওই অভিযোগের প্রেক্ষিতে ইডিও একটি মামলা রুজু করে। ইডির দায়ের করা মামলার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন ব্যবসায়ী। তাঁর দাবি, এটি আর্থিক তছরুপের মামলাই নয়। এটি একটি দেওয়ানি মামলা। ওই ভবনটিকে বাণিজ্যিক ভবন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি শংসাপত্র পেতে দেরি হওয়ার কারণে থানায় অভিযোগ জানিয়েছিলেন ক্রেতা। এ ক্ষেত্রে ব্যবসায়ীর দাবি, ক্রেতা নিজেই ভবনের ভিতরে কিছু কাজ শুরু করেছিলেন। সেই কারণে ওই শংসাপত্র পেতে দেরি হচ্ছিল।

ব্যবসায়ীর বক্তব্য শুনে বিচারপতি মিলিন্দ যাদবেরও পর্যবেক্ষণ, এটি একটি দেওয়ানি মামলা। বিচারপতি যাদব বলেন, ইডি এই ভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারে না। ইডি এবং ওই ভবনের ক্রেতা— উভয়কেই এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি বলেন, “আমি দৃষ্টান্তমূলক জরিমানা ধার্য করতে বাধ্য হয়েছি। কারণ ইডির মতো তদন্তকারী সংস্থাগুলিকে একটি কড়া বার্তা দেওয়া প্রয়োজন যে, আইনি পরিসরের মধ্যে থেকেই তাদের চলতে হবে। সাধারণ মানুষকে হয়রান করার জন্য তারা আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য