Saturday, January 18, 2025
বাড়িজাতীয়রাতভর গুলির লড়াই ছত্তিশগড়ে, এনকাউন্টারে খতম ৪ মাওবাদী, নিহত পুলিশকর্মী

রাতভর গুলির লড়াই ছত্তিশগড়ে, এনকাউন্টারে খতম ৪ মাওবাদী, নিহত পুলিশকর্মী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ জানুয়ারিঃ গত কয়েক দিন ধরেই নিরাপত্তাবাহিনী এবং পুলিশ ছত্তীসগঢ়ের চার জেলায় মাওবাদীদমন অভিযান চালাচ্ছে। অভিযান চালানোর সময় দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে শনিবার রাত থেকে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তাবাহিনীর। পুলিশ সূত্রে খবর, এই সংঘর্ষে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন এক পুলিশকর্মীও।

গত ৩ জানুয়ারি থেকে মাওবাদীদমন অভিযানে নেমেছে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী। নারায়ণপুর, দন্তোওয়াড়া, জগদলপুর এবং কোন্ডাগাঁও জেলায় এই অভিযান চলছে। বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা খবর পান অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা জড়ো হয়েছেন। সেই খবর পেয়েই ওই এলাকায় যায় যৌথবাহিনী। জঙ্গল ঘিরে অভিযান শুরু করতেই মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

আইজি আরও জানিয়েছেন, মাওবাদীদের ঘিরে ফেলে যৌথবাহিনী। রাত থেকেই গুলির লড়াই আরও জোরদার হয়। তবে মাওবাদীরা সংখ্যায় কত জন ছিলেন তা স্পষ্ট নয়। রবিবার সকালে চার মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ডিআরজির হেড কনস্টেবল সন্নু কারমের। পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের গড় হয়ে উঠেছে অবুঝমাড়ের এই জঙ্গল। নারায়ণপুর এবং দন্তেওয়াড়ার সীমানার কাছাকাছি হওয়ায় দুই জেলায় সহজেই যাতায়াত করছিলেন মাওবাদীরা। চার জেলায় মাওবাদীরা অতি সক্রিয় হওয়ার খবরে ডিআরজি এবং পুলিশের ১০০০ জন অভিযানে নেমেছেন।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, গত এক থেকে দেড় বছরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য এসেছে। প্রাশাসনের দাবি, এই সময়ের মধ্যে তিনশোর বেশি মাওবাদী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। প্রায় এক হাজার মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণ করেছেন আটশোরও বেশি মাওবাদী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য