Tuesday, January 21, 2025
বাড়িজাতীয়অ্যাম্বুল্যান্স স্পিডব্রেকারে ঝাঁকুনি খেতেই বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি

অ্যাম্বুল্যান্স স্পিডব্রেকারে ঝাঁকুনি খেতেই বেঁচে উঠলেন ‘মৃত’ ব্যক্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ জানুয়ারিঃ ‘রাখে হরি মারে কে’। বহুল ব্যবহৃত প্রবাদটি বারবার প্রমাণ করে দেয় কেন সে এত বছর ধরে টিকে রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের কোলাপুরে ‘মৃত’ ব্যক্তি আচমকাই বেঁচে উঠলেন স্পিডব্রেকারের ঝাঁকুনিতে! দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। কয়েকদিনের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে গটগটিয়ে বাড়িও ফিরে গেলেন তিনি। স্বাভাবিক ভাবেই এমন কাণ্ড দেখে থ এলাকার বাসিন্দারা।


ঠিক কী হয়েছিল? গত ১৬ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন ৬৫ বছরের পাণ্ডুরং উলপে। তাঁকে বাড়ির লোকেরা এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফলে অ্যাম্বুল্যান্সে করে তাঁর ‘মৃতদেহ’ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয়। প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা মিলে শেষযাত্রার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু আচমকাই এমন এক ঘটনা ঘটে যায়, যা কার্যতই অভাবনীয় ছিল। উলপের দেহ একটি স্পিডব্রেকারে ধাক্কা খাওয়ার পরই দেখা যায়, তাঁর আঙুল নড়ছে!


সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সটি নিকটবর্তী অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। দুই সপ্তাহ উলপে সেখানেই ছিলেন। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অবশেষে গত ৩০ ডিসেম্বর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে তাঁকে। যে হাসপাতাল তাঁকে মৃত ঘোষণা করেছিল, তারা এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে রাজি হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য