Tuesday, January 14, 2025
বাড়িজাতীয়খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠালেন মোদি

খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠালেন মোদি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ জানুয়ারিঃ শুধু মুখে বলা নয়। বাস্তবেও ‘সবকা সাথে’র প্রমাণ দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! খাজা মইনুদ্দিন চিস্তির উরস উৎসবে চাদর পাঠালেন মোদি। যা সাম্প্রতিক প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ। কারণ কদিন আগেই কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন দাবি করেছে আজমেঢ়ের ওই খাজা মইনুদ্দিন চিস্তির দরগাও আসলে একসময় শিব মন্দির ছিল। সেই দরগাতেই চাদর পাঠালেন প্রধানমন্ত্রী।


বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজুর হাতে একটি চাদর প্রধানমন্ত্রী তুলে দিয়েছেন। সেটিই পাঠানোর কথা নিজামুদ্দিন চিস্তির দরগায়। কিরেন রিজিজু নিজে সোশাল মিডিয়ায় জানিয়েছেন, “আজমেঢ়ের খাজা মইনুদ্দিন চিস্তির দরগার উরস উৎসবে চাদর পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। এটা ভারতীয় সংস্কৃতির মহানতার প্রতি সম্মান। এবং একই সঙ্গে সম্প্রীতি-সহিষ্ণুতার প্রমাণ।”


খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চাদর পাঠিয়ে মোদি যে সহানুভূতির বার্তা দিলেন সেটা, বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে জ্ঞানবাপী, শাহি ইদগাহ-সহ একাধিক মসজিদে আদালতের নির্দেশে চলছে সমীক্ষা। গত মাসে সম্ভলের একটি মসজিদে সমীক্ষা চলাকালীন ধুন্ধুমার বেধে গিয়ে তিনজনের মৃত্যু হয়। প্রায় প্রতিদিন নতুন করে কোনও না কোনও সংখ্যালঘু ধর্মীয় স্থানে সমীক্ষার দাবি তুলছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। প্রধানমন্ত্রীর এই সম্প্রীতির বার্তা তাঁদের জন্য ধাক্কা।


এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবত এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন। সংঘপ্রধানের কথায়, “রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না।” এবার খোদ প্রধানমন্ত্রীর তরফে মিলল সম্প্রীতির বার্তা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য