Thursday, December 26, 2024
বাড়িজাতীয়বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি !

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ ডিসেম্বর : মঙ্গলবার হঠাৎই বোমাতঙ্ক ছড়ায় তাজমহলে। আর পাঁচটা দিনের মতোই এদিন সকাল থেকে ভিড় করেছিলেন পর্যটকরা। এর মধ্যেই উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ইমেলে বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয়, বম্ব স্কোয়াড পৌঁছায় বিশ্বখ্যাত মোঘল স্থাপত্য চত্বরে। যদিও পরে পুলিশের তরফে জানানো হয়, বিপজ্জনক কিছু মেলেনি। ভুয়ো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেল পাঠানো হয়েছিল পর্যটন দপ্তরে।

এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ইমেলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আসে। এর পরেই পর্যটকদের সরিয়ে ফেলা হয় নিরাপদ চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে বোমা খোঁজা হয় তন্নতন্ন করে। যদিও বিপজ্জনক কোনও বস্তু মেলেনি। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জনান, হুমকি ইমেলটি পাওয়ামাত্র সেটিকে আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল।
উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লক্ষ পর্যটক ঘুরতে আসেন মমতাজ মহলের স্মৃতিসৌধ দেখতে। অন্যদিকে আগ্রা ফোর্টে বছরে প্রায় ৩০ লক্ষ পর্যটক আসেন। বলা বাহুল্য, এই দুটি পর্যটন কেন্দ্র থেকে বিপুল আয় হয় উত্তরপ্রদেশ সরকারের। এমন এক ঐতিহাসিক সৌধে হঠাৎ বোমাতঙ্কে ছড়ানোয় চিন্তায় পড়ে আগ্রা পুলিশ-সহ উত্তরপ্রদেশ প্রশাসন। যদিও পরে বোঝা যায় আতঙ্ক ছড়াতে ভুয়ো ইমেল করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য