Friday, January 17, 2025
বাড়িরাজ্যরবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হবে ১৯...

রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ডিসেম্বর :সোমবার কৃষি দপ্তর ও খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মন্ত্রী রতন লাল নাথ ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এইবার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। প্রতি বছর দুইবার ধান ক্রয় করা হয়।

 যতদিন এই সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে বছরে দুই বার ধান ক্রয় করা হবে। এইবার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা মূল্যে ধান ক্রয় করা হবে। গত খারিপ মরশুমে সমগ্র রাজ্য থেকে ১৬ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এইবার রবি মরশুমে ২১ হাজার ৩১৫ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। জিরানিয়ার মাধববাড়ি ট্রাক টার্মিনাল থেকে রাজ্য ভিত্তিক ধান ক্রয় প্রক্রিয়া শুরু করা হবে। সমগ্র রাজ্যের ৪৯ টি ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় প্রক্রিয়া এক মাস ব্যাপী চলবে। মন্ত্রী আরও জানান, ২০১৮-১৯ থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে। এখন পর্যন্ত ২ লক্ষ ৭ হাজার ৮৫৯.৬৯৬ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। ১ লক্ষ ৮ হাজার ১২৭ জন কৃষক উপকৃত হয়েছে। ৪০৫ কোটি ৮৮ লক্ষ টাকা কৃষকরা ধান বিক্রি করে পেয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এইদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ এবং কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য