Wednesday, December 4, 2024
বাড়িজাতীয়ফেনজল আতঙ্কে কাঁপছে তামিলনাড়ু!

ফেনজল আতঙ্কে কাঁপছে তামিলনাড়ু!

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর : শনিবার বিকেলে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় ফেনজল। আর এর প্রভাবে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণি রাজ্যের ‘ডেল্টা’ জেলার পাশাপাশি পুদুচেরিতেও অতি ভারী বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। এই

পরিস্থিতিতে চেন্নাই বিমানবন্দর সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি, কাড্ডালোর জেলা এবং পুদুচেরিতে প্রবল বর্ষণ হবে। এই সব অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বহু উপকূলীয় অঞ্চলে

আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা গিয়েছে। বইছে প্রবল ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রানিপেট, তিরুভানাম্মালাই, ভেলোর, পেরামবালুর প্রভৃতি জেলায়। এখানে কমলা সতর্কতা জারি হয়েছে।
তামিলনাড়ুর বহু স্কুল ও কলেজ আজ বন্ধ রাখা হয়েছে। আশু দুর্যোগের মোকাবিলা করতে ইতিমধ্যেই ছোট নৌকা, জেনারেটর, মোটর পাম্প, গাছ কাটার শ্রমিক ও অন্যান্য প্রয়োজনীয় বন্দোবস্ত করে রাখা হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরও।


প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আকাশ আজ মেঘলা। উপকূলে ঝোড়ো বাতাস ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে চার জেলায়। কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাতেও দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফেনজলের প্রভাবে শীতের আমেজে কিছুটা বাধা পড়ে গিয়েছে। বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। কলকাতায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় হালকা মাঝারি কুয়াশার সতর্কতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য