স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ নভেম্বর : তাহলে কি তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে সংবিধান দিবসে? নাকি ৭৫তম বর্ষের মতো ঐতিহাসিক মুহূর্তে অতটা আক্রমণাত্মক হবেন না বিরোধী সাংসদরা? শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজধানীর রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে এই ধরনের প্রশ্ন।
দেশের সংবিধানে লাগাতার আঘাত হানছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। এই অভিযোগে ২০২১ সালে ২৬ নভেম্বর সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কট করেছিল বিরোধীরা। তিন বছর বাদেও সেই পরিস্থিতিতে খুব একটা বদল আসেনি। তাহলে কি এবারও হবে ২০২১-এর অ্যাকশন রিপ্লে? সূত্রের খবর, সোমবার অধিবেশন শুরুর আগে নিজেদের মধ্যে এই নিয়ে একদফা আলোচনা করবে ‘ইন্ডিয়া’। সংবিধান দিবসে যা হওয়ার হবে, তার আগে রবিবারের সর্বদলীয় বৈঠকেও ঝড় তুলতে চলেছে বিরোধীরা।
আদানির ঘুষ কেলেঙ্কারি, মণিপুর, যৌথ সংসদীয় কমিটিতে গায়ের জোরে নিয়ম ভেঙে ওয়াকফ বিল পাস করিয়ে নেওয়া– ইত্যাদি বিষয়ে অধিবেশনের আগে রবিবারের বৈঠক থেকেই সুর চড়াতে চলেছে বিরোধীরা, এমনটাই সূত্রের খবর। বলা যেতে পারে, আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধীদের ভূমিকা কী হতে চলেছে, তার পূর্বাভাস পাওয়া যাবে রবিবারের বৈঠক থেকেই।
প্রসঙ্গত, গত বুধবার সংসদের সচিবালয়ের পক্ষ থেকে শীতকালীন অধিবেশনে যে সমস্ত বিল আসতে চলেছে তার যে তালিকা প্রকাশ করেছে। সেখানে তালিকায় ওয়াকফ (সংশোধনী) বিলও রয়েছে। যৌথ কমিটির বৈঠকে ওয়াকফ বিলের উপর আলোচনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তীব্র সংঘাত হয়েছে। কমিটির বৈঠক পর্ব শেষের আগেই ওয়াকফ বিলকে তালিকায় রাখা তাৎপর্যপূর্ণ। এদিকে জল্পনা থাকলেও সংসদের অধিবেশনের বিলের তালিকায় এক দেশ, এক নির্বাচন, এই সংক্রান্ত কোনও বিল নেই।