আগরতলা, ২৩ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে বিকাশের দিশায় কাজ চলছে। উন্নয়নের নীতিকে ভিত্তি করে সারা দেশে কাজ হচ্ছে। তাই মানুষ ভারতীয় জনতা পার্টি ও নরেন্দ্র মোদিকে দুহাত ভরে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মহারাষ্ট্রে ২০১৯ এর চাইতেও অধিক ভোট পেয়ে আমরা বিজয়ী হয়েছি।
শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পর আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা তিনটি রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে জয়ী হয়েছি। এরপর হরিয়ানাতেও জয়ী হয়েছি। আর সেটাও প্রধানমন্ত্রীর কারণে। অথচ এই নির্বাচনগুলি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে গোটা দেশে বিকাশের লক্ষ্যে কাজ হচ্ছে তাতে মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। এবার মহারাষ্ট্রে ২০১৯ এর চাইতেও অধিক আসন পেয়ে আমরা জয়লাভ করেছি। মহারাষ্ট্রে জয় নিয়েও নিন্দুকেরা অনেক কথা বলেছে। কিন্তু মানুষ আমাদের উপর আস্থা রেখে সেখানে আবার এনডিএ সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এই জয় প্রধানমন্ত্রীর জয়।
মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের মানুষ সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলগুলির মিথ্যে প্রতিশ্রুতিকে দূরে ঠেলে উন্নয়নকে বেছে নিয়েছেন। যেখানে বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছে। আর এই জয়ের যাবতীয় কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আমি ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং এই রাজ্যের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং মহারাষ্ট্রের জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই। আমরা যখনই জয়ী হই, বিরোধীরা নিরাপত্তা ও ইভিএম নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেন। মানুষ তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেখেছে। ত্রিপুরায় সিপিএমকে এখন খুঁজে পাওয়া কঠিন। গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। আমরা যখন ঝাড়খণ্ডে পিছিয়ে আছি, আমরা ভাল আসন সংখ্যা সহ একটি শক্তিশালী বিরোধী হিসেবে রয়েছি এবং মানুষের জন্য কঠোর পরিশ্রম করে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় কার্যকর্তাদের সমর্থন করেছেন।