Monday, February 10, 2025
বাড়িজাতীয়ইডি-র সমন পেয়ে হাজিরা, দুর্নীতি মামলায় মল্লিকার্জুন খাড়গেকে জেরা তদন্তকারী সংস্থার

ইডি-র সমন পেয়ে হাজিরা, দুর্নীতি মামলায় মল্লিকার্জুন খাড়গেকে জেরা তদন্তকারী সংস্থার

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই দুর্নীতি মামলায় কংগ্রেস নেতা মল্লিকার্জুনকে তলব করেছিল ইডি। সূত্রের খবর, ইডি-র সমন পেয়ে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন মল্লিকার্জুন খাড়গে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডি সূত্রের খবর, ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল, সেই মতো সোমবার হাজিরা দেন তিনি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য