Friday, November 22, 2024
বাড়িজাতীয়কেরলেও রাম-বাম জোট ! এবার সরব কংগ্রেস

কেরলেও রাম-বাম জোট ! এবার সরব কংগ্রেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ নভেম্বর : পালাক্কড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের মুখে রাম-বাম ‘দুর্নীতি জোটের’ অভিযোগ তুলে সরব হল কেরল কংগ্রেস। অভিযোগ ঘিরে রাজ‌্য-রাজনীতি তোলপাড়। এই নিয়ে ‘এক্স’ হ‌্যান্ডেলে রীতিমতো প্রচারে নেমেছে কংগ্রেস।

বৃহস্পতিবার কেরল কংগ্রেসের টুইটার হ‌্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে একটি ঝাণ্ডায় গেরুয়া রঙের উপর বিজেপির প্রতীক পদ্ম ও কমিউনিস্ট পার্টির প্রতীক লাল রঙে কাস্তে-হাতুড়ি রয়েছে। বাঁ-পাশে সবুজ রঙের উপর ইংরেজিতে লেখা ‘সি জে পি’, অর্থাৎ কমিউনিস্ট জনতা পার্টি। সঙ্গে ক‌্যাপশনে লেখা ‘কমিউনিস্ট জনতা পার্টি (মোদিস্ট)।…এটি সংযুক্তি নাকি অধিগ্রহণ। একটাই শুধু প্রশ্ন।’

এদিকে, ইতিমধ্যে পালাক্কড় পুরসভার দুর্নীতি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। সেখানেও সিপিএম ও বিজেপিকে দুর্নীতি ও জনবিরোধী নীতির দায়ে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। এর আগে ২০২১ সালে নির্বাচনের দুদিন আগে কেরলের ত্রিসূর জেলার কোডাকারায় একটি সাড়ে তিন কোটি টাকার হাইওয়ে ডাকাতির ঘটনা নিয়ে কংগ্রেস, বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে আঁতাঁতের অভিযোগ তুলেছে।

সিপিএম ও কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটের দুই প্রধান শরিক। বাংলা-সহ একাধিক রাজ্যে কংগ্রেস ও সিপিএম জোট করে নির্বাচনে লড়াই করে। কেরল কংগ্রেস এইভাবে বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাঁতের অভিযোগ তোলায় শোরগোল পড়ে গিয়েছে সর্বভারতীয় রাজনীতিতে। প্রকাশ কারাটরা কংগ্রেসের এই আক্রমণের উত্তরে কী বলবেন, তা নিয়ে সমাজমাধ‌্যমেও কটাক্ষ শুরু হয়েছে। বাংলায় সিপিএম ও কংগ্রেস হাত ধরাধরি করে চলে। অধীর চৌধুরী তাঁর দলের কেরল শাখার এই পোস্ট নিয়ে কী উত্তর দেবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য