মুম্বই, ৮ এপ্রিল (হি.স.): ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম থেকে কার্ড ছাড়াই নগদ তোলার ব্যবস্থা উপলব্ধ করা হবে। জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। বর্তমানে এই সুবিধাটি শুধুমাত্র কয়েকটি ব্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ। শুক্রবার মনেটারি পলিসি ঘোষণা করার সময় আরবিআই গভর্নর জানিয়েছেন, নগদ টাকা তোলার ক্ষেত্রে কার্ডের প্রয়োজন না হলে, স্কিমিং, কার্ড ক্লোনিং, ডিভাইস টেম্পারিং ইত্যাদির মতো জালিয়াতি রুখে দেওয়া যাবে।
শক্তিকান্ত দাস আরও জানিয়েছেন, সমস্ত ব্যাঙ্ক এবং সমস্ত এটিএম নেটওয়ার্ক/অপারেটরগুলিতে কার্ড ছাড়াই নগদ টাকা তোলার সুবিধাকে উৎসাহিত করার জন্য প্রস্তাব করা হয়েছে। ইউপিআই ব্যবহারের মাধ্যমে গ্রাহক অনুমোদন সক্ষম করার প্রস্তাব করা হয়েছে। কার্ডবিহীন নগদ তোলার সুবিধার অধীনে, ব্যক্তিরা অটোমেটেড টেলার মেশিনে (এটিএম) কোনও ডেবিট কার্ড ব্যবহার না করেই নগদ তুলতে পারবেন।