নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিদ্বেষ ছড়ানো হচ্ছে, দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার দিল্লিতে আরজেডি নেতা শরদ যাদবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। দু’জনের মধ্যে নানা বিষয়ে কথা হয়েছে। পরে রাহুল গান্ধী বলেছেন, “দেশকে একত্রিত করতে হবে আমাদের।”
কেন্দ্রকে এদিন একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, “অর্থনীতিবিদ এবং আমলারা অন্যান্য দেশের দিকে তাকিয়ে নিজেদের পরিকল্পনা তৈরি করেন। প্রধানমন্ত্রী বলেন আমাদের তাঁদের মতো হতে হবে। এটা এভাবে করা যাবে না। প্রথমত আমাদের বুঝতে হবে আমরা কারা এবং এখানে কী ঘটছে। তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আগামী ৩-৪ বছরের মধ্যে ভয়ঙ্কর ফলাফল আসবে।” রাহুল গান্ধী আরও বলেছেন, “আপনারা ভারতের অর্থনৈতিক অবস্থা এবং কর্মসংস্থানের বিষয় কল্পনাও করতে পারবেন না। এ দেশের কর্মসংস্থান কাঠামো, মেরুদণ্ড ভেঙে গিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, ছোট দোকানদার, অনানুষ্ঠানিক সেক্টর আমাদের মেরুদণ্ড।”
মিডিয়ার বিরুদ্ধেও তোপ দেগেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, “বিগত ২-৩ বছরে মিডিয়া, ইনস্টিটিউশন, বিজেপি নেতারা, আরএসএস সত্যকে গোপন করেছে। ধীরে ধীরে সত্য বেরিয়ে আসবে। শ্রীলঙ্কায় তাই হচ্ছে। সেখানেও বেরিয়ে এল সত্য। ভারতেও সত্য বেরিয়ে আসবে। সরকার বাস্তবতা মানছে না। আমি তাদের বলছি বাস্তবতা মেনে নিতে কারণ তারা যদি তা না করে এবং নিজেদের প্রস্তুত না করে, পরিস্থিতি খারাপ হলে তারা প্রতিক্রিয়া জানাতে পারবে না।