নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): পরীক্ষার ভয় থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ছাত্র-ছাত্রীদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত ‘পরীক্ষা পেয়ে চর্চা’-র পঞ্চম সংস্করণে পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি চাই শিক্ষার্থীরা পরীক্ষার সময় আতঙ্কের পরিবেশ থেকে দূরে থাকুক। বন্ধুদের অনুকরণ করার দরকার নেই, আপনারা যা করেন তা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করতে থাকুন এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই উৎসবের মেজাজে পরীক্ষা দিতে সক্ষম হবেন।”
মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী বলেছেন, “ছাত্র-ছাত্রীদের এমনটা মনে হওয়া উচিত নয় যে, তাঁরা ভালো নম্বর পাওয়ার জন্য শিক্ষক এবং অভিভাবকদের চাপের মধ্যে রয়েছে। নিজেদের স্বপ্ন সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় অভিভাবকদের।” ‘পরীক্ষা পেয়ে চর্চায়’ পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “অফলাইনে যা হয়ে থাকে, অনলাইনেও তাই হয়। অর্থাৎ মাধ্যম সমস্যা নয়। মাধ্যম নির্বিশেষে, যদি আমাদের মন বিষয়টির মধ্যে ডুবে থাকে, তবে জিনিসগুলিকে আঁকড়ে ধরায় কোনও পার্থক্য হবে না। অনলাইনে অধ্যয়ন করার সময় পড়ুয়াদের আত্মনিরীক্ষণ করা উচিত, তাঁরা আদৌ অধ্যয়ন করে না-কি সোশ্যাল মিডিয়াতে রিল দেখে সময় কাটায়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “অনলাইন শিক্ষা জ্ঞান অর্জনের নীতির উপর ভিত্তি করে, যদিও অফলাইন শিক্ষা সেই জ্ঞানকে টিকিয়ে রাখা এবং ব্যবহারিকভাবে তা আরও প্রয়োগ করার বিষয়ে।”