Sunday, February 16, 2025
বাড়িজাতীয়তিন-দিনের সফরে ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী, সাক্ষাৎ করবেন মোদীর সঙ্গে

তিন-দিনের সফরে ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী, সাক্ষাৎ করবেন মোদীর সঙ্গে

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিন-দিনের ভারত সফরে শুক্রবার দিল্লিতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তাঁর স্ত্রী ডাঃ আরজু দেউবা এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সঙ্গে ভারত সফর এসেছে। গত বছরের জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর নেপালের প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নেপালের প্রধানমন্ত্রীকে এদিন ভারতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান, বিশেষ বন্ধুকে স্নেহার্দ্র স্বাগত। নেপালের প্রধানমন্ত্রী ১-৩ এপ্রিল সরকারী সফরের জন্য ভারতে এসেছেন। ২০২১ সালের জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী। শুক্রবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে পারেন শের বাহাদুর দেউবা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য