লখনউ, ২৪ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি দলের নেতা নির্বাচিত হলেন যোগী আদিত্যনাথ। আগামীকাল শনিবার দ্বিতীয় মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।লখনউতে বিজেপি বিধায়কদের সম্বোধন করে আবেগপ্রবণ যোগী আদিত্যনাথ বলেন, “প্রথমবারের মতো একজন মুখ্যমন্ত্রী তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন এবং দ্বিতীয়বার উত্তরপ্রদেশে আবার ক্ষমতায় এসেছে। এটি ঘটেছে প্রথমবার। এটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আদিত্যনাথকে বিধানসভা বিজেপি দলের নেতা নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪০৩টি আসনের মধ্যে ২৫৫টি জিতে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে।
আগামীকাল আদিত্যনাথ লখনউয়ের একনা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তাঁর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির নেতৃত্ব যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।