ইমফল (অসম), ২১ মার্চ (হি.স.) : লাগাতার দ্বিতীয়বারের মতো মণিপুরে বিজেপি সরকারের মুখ্যমন্ত্ৰী পদে শপথ গ্ৰহণ করেছেন নংথমবাম বীরেন সিং। রাজ্যের রাজধানী ইমফলে অবস্থিত রাজভবনেক দরবার হল-এ রাজ্যপাল এল গণেশন মুখ্যমন্ত্ৰী বীরেন সিং ছাড়া আরও পাঁচ বিধায়ককে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন।
এদিন বেলা ২.২৫ মিনিট থেকে ২ নম্বর হেইঙ্গাং আসনের বিধায়ক বীরেন সিং মুখ্যমন্ত্ৰী পদে ছাড়া আরও যে পাঁচ ক্যাবিনেট মন্ত্ৰী শপথ গ্ৰহণ করেছেন তাঁরা ৫ নম্বর থংজুর বিধায়ক থাঙ্গম বিশ্বজিৎ সিং, ১৩ নম্বর সিংজামেইয়ের বিধায়ক ইউমনাম খেমচাঁদ সিং, ২৬ নম্বর বিষ্ণুপুরের কোন্থৌজম গোবিনদাস সিং, ৫০ নম্বর কাংপোকপি আসনের বিধায়ক শ্রীমতি নেমচা কিপগেন এবং আওয়াংবো নেওমাই। প্রসঙ্গত এনপিএফ-এর নেওমাই ছাড়া বাকি সকলেই বিজেপি বিধায়ক।আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্ৰীয় নেতা সম্বিত পাত্ৰা, উত্তর-পূর্বাঞ্চলে দলের সাংঠনিক সম্পাদক অজয় জামুয়াল, অসমের মুখ্যমন্ত্ৰী তথা নেডা-র আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শৰ্মা, ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভানেত্রী শারদা অধিকারিমায়ুম দেবী, বিজেপির সব বিধায়ক, শরিক দল এনপিএফ-এর বিধায়ক, বহু দলীয় নেতা, কৰ্মী এবং প্ৰশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে ইমফল বিমানবন্দরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানান নংথমবাম বীরেন সিং, প্রদেশ সভানেত্রী শারদা অধিকারিমায়ুম দেবী, কেন্দ্ৰীয় নেতা সম্বিত পাত্ৰা, অজয় জামুয়াল সহ অনেকে।
উল্লেখ্য, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপি একা ৩২টি আসন লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে।