Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়কোভিড রুখতে পরীক্ষার ওপর জোর দিতে আহ্বান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি...

কোভিড রুখতে পরীক্ষার ওপর জোর দিতে আহ্বান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি কেন্দ্রের


নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): নতুন করে কোভিডের প্রকোপ বাড়ছে চিন, হংকং, দক্ষিণ কোরিয়ার মতো বিভিন্ন দেশে। ওই সমস্ত দেশে বিগত কিছুদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-আক্রান্তের সংখ্যা। এই সংক্রমণের আঁচ ভারতে করোনার চতুর্থ ঢেউ ডেকে আনতে পারে, এমন আশঙ্কাও করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা।

 তাই রাজ্যগুলিকে আগেভাগেই প্রস্তুত থাকা, পরীক্ষা বাড়ানো ও প্রয়োজনে কোভিড বিধি ফের এক বার আরোপ করার সুপারিশ করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।ভারতে আগামী ২৭ মার্চ থেকে পুনরায় স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এমতাবস্থায় আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হলে বিমানযাত্রীদের মাধ্যমে এ দেশে নতুন প্রজাতিটির ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই বিমানবন্দরগুলিতে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা ও সেই নমুনাকে ইন্ডিয়ান সার্স কোভ-২ জিনোমিক্স কনর্সোটিয়াম (আইএনএসএসিওজি)-তে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনও রাজ্যের কোনও এলাকায় যদি হঠাৎ করে সংক্রমণের প্রকোপ বেড়ে যায়, সে ক্ষেত্রে সেই এলাকার বাসিন্দাদের নমুনাও জিনোম পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য