Monday, February 17, 2025
বাড়িজাতীয়মূল্যবৃদ্ধি নিয়ে টুইটে উদ্বেগ রাহুল গান্ধীর

মূল্যবৃদ্ধি নিয়ে টুইটে উদ্বেগ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার এক টুইটে তিনি লেখেন, মুদ্রাস্ফীতি হল সমস্ত ভারতীয়দের উপর একটি চাপিয়ে দেওয়া কর। এই টুইটে দেশবাসীর প্রতি কংগ্রেস নেতার সতর্কবার্তা, ভারতে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। দেশের জনগণকে রক্ষা করার জন্য সরকারকে এখনই এগিয়ে এসে উদ্যোগ নিতে হবে।

 তাঁর আরও দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের মূল্যবৃদ্ধি দরিদ্র ও মধ্যবিত্তদের চরম দুর্ভোগে ফেলেছে।টুইটে রাহুলের আশঙ্কা, মূল্যবৃদ্ধি আরও চড়া হবে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার বেড়ে যাবে। খাবারের দাম বাড়বে ২২ শতাংশ। তিনি লেখেন, কোভিডের কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়েছে। দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এখনই কেন্দ্রীয় সরকারের জরুরি পদক্ষেপ করা দরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য