জম্মু, ১৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের পর তৃণমূল স্তরে পৌঁছেছে গণতন্ত্র। শনিবার জম্মুতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর স্থাপনা দিবসের অনুষ্ঠানে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায়, আমাদের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক প্রধান, এক নিশান ও এক বিধানের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন।
মাতা বৈষ্ণদেবীকে প্রণাম ও শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এদিন নিজের বক্তব্য শুরু করেন অমিত শাহ। দেশের সুরক্ষায় সিআরপিএফ জওয়ানদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর জম্মু-কাশ্মীরে অনেক কিছু হয়েছে। তৃণমূল স্তরে পৌঁছেছে গণতন্ত্র। এখানকার প্রতিটি গ্রামে পঞ্চ ও সরপঞ্চ নির্বাচিত হয়েছেন, যাঁদের গ্রাম স্তরে উন্নয়নের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর মহিলা ও দুর্বল শ্রেণীর মানুষ নিজেদের অধিকার ফিরে পেয়েছেন। এদিনের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা উপস্থিত ছিলেন।