Saturday, February 8, 2025
বাড়িজাতীয়পঞ্জাবে এবারের ভোট ছিল পরিবর্তনের জন্য, মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন : সিধু

পঞ্জাবে এবারের ভোট ছিল পরিবর্তনের জন্য, মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন : সিধু

পাটিয়ালা, ১১ মার্চ (হি.স.): পঞ্জাবে কংগ্রেসের ভরাডুবি সাদরে গ্রহণ করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। সিধুর মতে, পঞ্জাবে এবারের ভোট ছিল পরিবর্তনের জন্য, মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারে সঠিক। একইসঙ্গে নিন্দুকদের বিরুদ্ধে তোপ দেগে সিধু বলেছেন, যাঁরা সিধুর জন্য গর্তে খুঁড়েছিল, তাঁরা ১০ ফুট গভীর গর্তে গিয়ে পড়েছে। পঞ্জাবে মোট ১৮টি আসনে জিতেছে কংগ্রেস। অমৃতসর পূর্ব আসনে ৬,৭৫০ ভোটে হেরেছেন হেরেছেন সিধু নিজেও।

শুক্রবার সিধু বলেছেন, “আপনি যা বুনেছেন তাই তো কাটবেন…এই নির্বাচন ছিল পরিবর্তনের জন্য…মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন…জনসাধারণ কখনই ভুল নয়…মানুষ মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে চান্নির মুখকে মেনে নিয়েছেন কি-না তা নিয়ে আমি গভীর চিন্তায় যাচ্ছি না।” সিধু আরও বলেছেন, “যাঁরা সিধুর জন্য গর্তে খুঁড়েছিল, তাঁরা ১০ ফুট গভীর গর্তে গিয়ে পড়েছে। যা হওয়ার হয়েছে.. মানুষ পরিবর্তনের জন্য আম আদমি পার্টিকে ভোট দিয়েছে, আমি তাঁদের অভিনন্দন জানাই… নতুন বীজ বপন করতে হবে… ‘চিন্তা’ নয়, ‘চিন্তন’ করতে হবে”।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য