Thursday, April 18, 2024
বাড়িজাতীয়ইউক্রেন-সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

ইউক্রেন-সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : ‘ইউক্রেন সঙ্কট সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, বিজেপি সরকারের কোনও পরিকল্পনা নেই।

সোমবার এক টুইটের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনও পরিকল্পনা না থাকার অভিযোগ করেন। তিনি লেখেন, ভারত সরকারের কোনও পরিকল্পনা নেই৷ তাই ভারতীয় শিক্ষার্থীরা ইউক্রেনে আটকে পড়েছে। মোদী সরকার মানে শুধু পিআর (জনসংযোগ)। রাহুল গান্ধী টুইট করে লেখেন, “ভারত সরকারের কোনও পরিকল্পনা নেই। ভারতীয় টাকার মূল্য সবসময়ই নিম্ন স্তরে থাকে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব রেকর্ড মাত্রায়। ইউক্রেনে আটকে পড়েছে পড়ুয়ারা। চীন আমাদের এলাকা দখল করে নিচ্ছে। মোদি সরকার মানে শুধু পিআর।”

এর আগে একটি টুইট করে ডিজেল-পেট্রোলের দাম নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী লিখেছেন, “অচিরেই পেট্রোল ট্যাঙ্ক পূর্ণ করুন। মোদি সরকারের ‘নির্বাচনী’ প্রস্তাব শেষ হতে চলেছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য