নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে যখন ডাক্তারি ছাত্রদের ফিরিয়ে আনা হচ্ছে, তখনই টুইটারে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজের অর্ধেক আসনে সরকারি হারেই ফিজ নেওয়া হবে। ভারতের মেডিক্যাল কলেজগুলিতে অত্যধিক খরচের জন্য বহু ছাত্রছাত্রী বিদেশে পড়তে যান। ইউক্রেনের ৩০ টি কলেজে প্রতি বছর পড়তে যান প্রায় ৪ হাজার ভারতীয় ছেলেমেয়ে। যুদ্ধের আগে ওই দেশে ভারতের ২০ হাজার ডাক্তারি ছাত্রছাত্রী ছিলেন।
ভারতের মেডিকেল কলেজগুলিতে পড়তে গেলে পুরো কোর্সের জন্য দিতে হয় দেড় থেকে দুই কোটি টাকা। এমনকি সরকারের ম্যানেজমেন্ট কোটায় পড়তে গেলেও ৬০-৭০ লক্ষ টাকা লাগে। সেই তুলনায় ইউক্রেনে ডাক্তারি পড়ার খরচ কম। শুধু ইউক্রেন নয়, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া বা চিনের মতো দেশেও ডাক্তারি পড়তে গেলে ভারতের চেয়ে কম খরচ হয়। তাই ওই সব দেশেও যাচ্ছেন ভারতীয় ছাত্রেরা।
ফেব্রুয়ারির শেষে মোদী বেসরকারি সংস্থাগুলির কাছে আবেদন করেন, তারা যেন ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে বড় আকারে বিনিয়োগ করে। স্বাস্থ্যক্ষেত্র নিয়ে এক ওয়েবিনারের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজ্য সরকারগুলির জমি দেওয়া উচিত। তাহলে প্রতি বছর এদেশে বড় সংখ্যক ছাত্রছাত্রী ডাক্তারি শিক্ষা লাভ করতে পারবেন। আমাদের দেশের ছাত্ররা বিদেশে ডাক্তারি পড়তে গেলে দেশের শত শত কোটি টাকাও বিদেশে চলে যায়।